বেনাপোলে দ্বিতীয় দিনে মতো আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে পরিদর্শনে আসছেন এ কারণে বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল সি অ্যান্ড এফ এজেন্টস্ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই দুদেশের মধ্যে দুইদিন আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে। মঙ্গলবার বন্ধের দ্বিতীয় দিন।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান , ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ দুই দিন আমদানি ও রপ্তানি বন্ধ রেখেছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বন্দরেও অন্যদিনের ন্যায় মালামাল উঠা ও নামা করছে।
বুধবার ( ১০ মে) সকাল থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে তিনি জানান।
Immerse yourself in epic storylines with our online games! Lucky Cola
Play, conquer, and earn rewards—join the action now! Lucky Cola
Gear up for an action-packed gaming experience! Lucky Cola