বেনাপোলে পুলিশের পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ আটক-২
এস আর নিরব যশোরঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ একাধিক মামলার দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) ভোর রাতে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
ভবেরবেড় গ্রামের রবিউল মিনার ছেলে শাহিদুল রহমান টিটু (৩২) ও কাগমারী গ্রামের আজিজ খোকনের মেয়ে খাদিজা বেগম(৩৭)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে টিটুর নিজ বসত ঘর হতে ১৯ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
অপরদিকে, বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামস্থ বড় মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে পুলিশ ৩৩ বোতল ফেনসিডিল সহ খাদিজাকে আটক করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান,
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় দুইটি পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
Enter a world of thrilling online challenges! Lucky Cola
Chemo drugs might be used alone or in combination can you buy cytotec without rx The kidneys were removed, placed, and sliced in ice cold 4 C control solution see below