বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিল সহ আটক- ২
Share Now..
এস আর নিরব যশোরঃ
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার ভোর সাড়ে ছয়টায় বেনাপোল পোর্ট থানাধীন নতুন থানা ভবনের সামনে থেকে বড় আচড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাকির হোসেনকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ১০০ বোতল ফেন্সিডিল সহ বারোপোতা থেকে শিবনাথ পুরের তাহাজ্জত আলীর ছেলে জাহিদুল ইসলামকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে জাহিদুলের বিরুদ্ধে ৭ টি মাদক মামলা চলমান।
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।