বেনাপোলে পৌরসভার উন্নয়ন কাজে বাধা, প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Share Now..

এস আর নিরব যশোরঃ
যশোরের বেনাপোল পৌরসভার উন্নয়ন কাজে বাধা গ্রস্থ করার অভিযোগ উঠেছে সোহানা খাতুন ও যোহুর নামে দুইজনের বিরুদ্ধে। এই দুই জন সম্পর্কে ভাইবোন।তারা দুজনে বেনাপোলের তালশারী এলাকায় পৌরসভার ড্রেনেজ কাজে বাধাগ্রস্থ করেছে বলে অভিযোগ করা হচ্ছে । শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে এলাকার ববিতা ও চায়না নামে দুই নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টাও করতে গিয়েছিলো । তবে, স্থানীয়রা একট্টা হয়ে দুই ভাইবোনকে প্রতিহত করেছে।
স্থানীয় সাত্তার এর স্ত্রী চায়না খাতুন বলেন, বর্ষা মৌসুমে দিঘিরপাড় এর সানরাইজ স্কুলের পশ্চিম পাশের মানুষ পানিতে প্লাবিত থাকে। ঘর থেকে বের হতে পারে না। এ বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলার রাশেদ আলী সমাধানের জন্য পানি নিস্কাশনের জন্য একটি ড্রেনেজ করতে গেলে বাধা দেয় সোহানা ও যহুর গং। গত কয়েকবছর যাবৎ পানি নিস্কাশনের জন্য ওই এলাকায় একমাত্র বাধাগ্রস্থ হয়ে দাঁড়িয়েছে ওই পরিবারটি। তবে গত বছর তারা ড্রেনেজ ব্যবস্থা হলে তাদের কোন আপত্তি থাকবে না বলে জানালে বিষয়টি স্থানীয় কাউন্সিলার রাশেদ আলী আবার কাজে হাত দেয় ৬ জানুয়ারী। সানরাইজ স্কুল থেকে মডেল স্কূল পর্যন্ত ড্রেনের সিংহ ভাগ জমি এলাকার মানুষের। সকলে রাজী হলেও ওই পরিবারের একেবারে ড্রেনের মাথায় সামান্য একটু জমি থাকায় তারা আবারও কোন একটি মহলের ইন্ধনে বাধা দেয় ।
এলাকার মজনু মিয়ার স্ত্রী ববিতা খাতুন বলেন, আমরা বর্ষা মৌসুমে ঘর থেকে বের হতে পারি না। এই এলাকাটি পানিতে নিমজ্জিত থাকে। সামান্য জমি সোহানাদের ভাগে থাকায় তারা সেখানে খুটি পুতে ঘিরে দিয়ে বাধাগ্রস্থ করে পানি নিস্কাশন যাতে না হয়। আমরা সকলে তাকে এ বিষয়টি বুঝাতে গেলে সে আমাদের দা দিয়ে কুপিযে হত্যা চেষ্টা করতে আসে। পরে এলাকাবাসী এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
স্থানীয় বেনাপোল পৌর কাউন্সিলার রাশেদ আলী বলেন, সামাজিক উন্নয়ন কাজে বাধা গ্রস্থ করছে ওই একটি পরিবার। স্বাধীনতার পর থেকে ওই পথ দিয়ে মানুষ চলাচল করে আসছে। এখন সেটি ড্রেনেজ করে উপর দিয়ে রাস্তা করার জন্য এবং মানুষের বসবাসের উপযোগি করে গড়ে তোলার জন্য কাজ করার সময় বাধা দিচ্ছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে উন্নয়ন কাজে বাধা গ্রস্থ করছে।
এ বিষয় বেনাপোল পোর্ট থানার এস আই মাসুম বিল্লা জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত । রাস্তা বা ড্রেনটি মানুষের প্রয়োজন। কারন ওই এলাকায় পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা হয়ে যায়। বিষয়টি তারা গুরুত্বের সাথে নিয়েছেন বলে জানান।

2 thoughts on “বেনাপোলে পৌরসভার উন্নয়ন কাজে বাধা, প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

  • March 4, 2024 at 2:03 am
    Permalink

    На сайте https://xn--80aacjc1bjxajigz0jn2d.xn--p1ai/cottege/ вы найдете информацию о продаже большого коттеджа, созданного из сосны и находящегося на реке Онеги, что в Архангельской области. В коттедже находятся 9 комнат, в которых находятся все удобства, включая Интернет, душ, где теплый пол. На первом этаже находится холл с телевизором, а также ТВ. По всему коттеджу расположены розетки, светильники, а также выключатели. Коттедж отлично подходит для того, чтобы в нем отмечать праздники.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *