বেনাপোলে রেশমা হিজড়া হত্যায় ফারুক আটক
\ যশোর জেলা প্রতিনিধি \
বেনাপোলে রেশমা হিজড়া হত্যাকাÐের জট খুলতে শুরু করেছে। যশোর ডিবি পুলিশের হাতে ফারুক নামে এক যুবক গ্রেফতারের পর বেরিয়ে আসছে লৌমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় আরও ৫/৬ জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফারুক। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, রেশমা হত্যাকাÐ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। খুব দ্রæতই প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরমধ্যে হত্যায় জড়িতদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে-যোগ করেন স্থানীয় পুলিশের এই উর্দ্ধতন কর্মকর্তা।