বেনাপোলে ১০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবু আটক
Share Now..
এস আর নিরব যশোরঃ
যশোরের বেনাপোল থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলাউদ্দিন বাবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল বেলা ১২ টার সময় বেনাপোল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।আলাউদ্দিন বাবু(৩৫)।
যশোর জেলা র্যাব-৬ এর কম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে, বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অভিযান চালিয়ে সাইকেলে ঝুলানো একটি ব্যাগ সহ বাবুকে আটক করা হয়।
পরে ওই ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।