বেনাপোল দিয়ে দুই মাসে দেশে ফিরলো ভারত ফেরত সাড়ে পাঁচ হাজার যাত্রী
যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা গত দুই মাসে সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাএী নিজ দেশে ফিরেছে । এদের মধ্যে ভারত থেকে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছে ১৩ জন।
এ বিষয়ে জানতে চাইলে, শনিবার (২৬ জুন) রাতে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, করোনা নতুন ধরন ভারতীয় ভেরিয়েন্ট রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকে ভারত ভ্রমনের নিষেধাজ্ঞা জারি করেন। এসময় ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফিরতে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে(এনওসি) নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেয়া হয়। সেই মোতাবেক ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা গত দুই মাসে দেশে ফিরেছে সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রী। এদের সকলকে দেশে ফেরার পর বেনাপোলসহ ১৪ দিন প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখ হয়। এদের যে সব পাসপোর্ট যাত্রীরা করোনা বা উপসর্গ নিয়ে দেশে ফিরেছেন তাদেরকে উপজেলা বিভাগের তত্ত্বাবধানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহ আগে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে অনুমতি পত্র নিয়ে বাংলাদেশিরা মেডিকেল ভিসায় ভারতে যেতে পারছে।
এ বিষয়ে জানতে চাইলে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান,ভারতে থেকে ফেরত আসা সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রীদের বেনাপোলসহ জেলার বিভিন্ন আবাসিক হোটেলে তাদের ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ১৩ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন। এবং আজ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার পাসপোর্ট যাত্রীকে কোয়ারান্টাইন শেষ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।