বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে মাদকসহ আটক ৩
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাজা, ৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পুরিয়া হেরোইন সহ একাধিক মামলার ৩ আসামীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। আটক আসামীরা হলো, শার্শা থানার কুল পালা গ্রামের মোশারফ হোসেনের ছেলে জাফির হোসেন (৩৩), অগ্রভুলোট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আল মামুন (২৫) ও বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রামের মৃত হামিদ মুন্সির ছেলে রিয়াজুল ইসলাম (৪০)। শুক্রবার (২৩ ফেব্রয়ারী) বেনাপোল পোর্টথানার পুলিশ জানায়, বেনাপোল পোর্টথানার ৩ নং ঘিবা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ কেজি গাজাঁসহ ১ জন, ৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন ও বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামস্থ বেলতলার মোড় হইতে ৫০ পুরিয়া হেরোইন সহ ৩ জন একাধিক মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।