বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বেনাপোল পোর্টথানা পুলিশের একটি দল সাদিপুর আমবাগানে অভিযান পরিচালনা করে ২০ পুরিয়া হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আটককৃত ব্যক্তির নাম জুম্মান আলী (৫২), তিনি বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। পুলিশের তথ্যমতে, তার কাছ থেকে ১.৮ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নং-০১, তারিখ-০৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক)। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।