বেনাপোল বন্দরে অর্ধশতাধিক বোমা হামলায় ২০জন আহত , বন্ধ আমদানি-রফতানি

Share Now..

এস আর নিরব যশোরঃ
বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার সময় হঠাৎ করেই এই বোমাবাজির ঘটনা শুরু হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।

বেনাপোল বন্দরের ঠিকাদারির কাজ দখলকে কেন্দ্র করে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন পথচারীসহ বন্দরের ২০ শ্রমিক। এ ঘটনার পর বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়াবন্ধ হয়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে এ পর্যন্ত অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটেছে । দীর্ঘদিন ধরেই বন্দরে হ্যান্ডলিং শ্রমিকের ঠিকাদারি কাজ দখলে নিতে দু’টি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই জেরে এই ঘটনা।

এদিকে, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহিদুজ্জামান অহিদ জানান, সকালে প্রতিদিনের ন্যায় শ্রমিকরা কাজে যোগদান করেন। কোনো কিছু বোঝার আগেই বহিরাগত একদল শ্রমিক বন্দরের সামনে অর্ধ শতাদিক বোমার বিস্ফোরণ ঘটায়। ফলে বন্দরে সব ধরনের কাজ কর্ম বন্ধ হয়ে যায়। রাশেদ বাহিনীর লোকজন বন্দরে এ ধরনের বোমা হামলা করেছে বলে দাবি করেন তিনি ।
এ ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে নাভারন পুলিশের “ক” সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তদন্তে জানা গেছে, রাশেদ কাউন্সিলর এর নেতৃত্বে বন্দরে বোমা হামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান,এখন পর্যন্ত ৭০টির মতো বোমা বিস্ফোরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে পুলিশ।

One thought on “বেনাপোল বন্দরে অর্ধশতাধিক বোমা হামলায় ২০জন আহত , বন্ধ আমদানি-রফতানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *