বেনাপোল সিমান্ত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার
এস আর নিরবঃ
যশোরে বেনাপোল সীমান্ত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোটথানা পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মাদক উদ্ধার করতে পারলেও মাদক কারবারীদের গ্রেপ্তার করতে পারেনি,পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়
বুধবার (২২ সেপ্টেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার অফিসার মামুন খান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামস্থ রাজ্জাক এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে,বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান,
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।