বেপোরোয়া গাড়ির ধাক্কায় ইবি ছাত্রী আহত

Share Now..

ইবি।
বেপরোয় গাড়ির ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থী জান্নাতুন নাঈম অন অন্তু খাতুন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে। অন্তুকে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনা জানাজানি হলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা রাস্তায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। রাত আটটা অব্দি মহাসড়কটিতে প্রায় চার পাঁচ কিলোমিটার যানজটে মালবাহী ট্রাক ও দূরপাল্লার যাত্রীরা আটকে পরে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে প্রক্টোরিয়াল বডি ও ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে যানজট স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে আমার সহপাঠী। মহাসড়ক হওয়ায় গাড়িগুলো বেপরোয়া ভাবে চালিয়ে আসে। তার দাঁতে ও শরীরে গুরুতর আঘাত পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্সে ও উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় যে স্প্রিডব্রেকার নির্মাণ করা হয়েছে তা খুবই দূর্বল। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রধান ফটক এলাকায় ফুটওভার নির্মাণ করার দাবি উপস্থাপন করেন তারা।

এ বিষয়ে সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থলে যাই। বিষয়টি গুরুতর আমরা শিক্ষার্থীর খোঁজ নিচ্ছি ও এ বিষয়ে পরে শিক্ষার্থীদের সাথে কথা বলার আশ্বাস দিয়ে যানজট স্বাভাবিক করেছি। প্রধান ফটক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

One thought on “বেপোরোয়া গাড়ির ধাক্কায় ইবি ছাত্রী আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *