বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন পরীমণি

Share Now..


স্বামী রাজ ও নানাকে নিয়ে ঈদ কাটাতে কক্সবাজারে গেছেন চিত্রনায়িকা পরীমণি। সেখান থেকে পোস্ট করছেন নানা রকম ছবি। এবার প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে হাজির হলেন মাতৃত্বকালীন পোজে। বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে ছবিটি প্রকাশ করেছেন পরীমণি। তার সেই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে।ঈদের আগের দিন পরীমণি ও রাজ উড়াল দেন কক্সবাজার। সেখান যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন পরীমণি ও তার স্বামী রাজ। বুধবার (৪ মে) নায়িকা তার ফেসবুক পেজে আপলোড করেন কিছু রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন পরীমণি-রাজ। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।পরীমণি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের। সেসব ছবির ক্যাপশনে পরীমণি উদ্ধৃত করেছেন সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের একটি উক্তি। তা হলো, ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *