বেলজিয়াম বনাম পর্তুগাল, কারা যাবে কোয়ার্টারে?
দুই দলকেই বলা হচ্ছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের শক্ত দাবিদার। অথচ রাউন্ড অব সিক্সটিন থেকেই বেলজিয়াম কিংবা পর্তুগালের মধ্যে একদলকে বাড়ি ফেরার টিকিট কাটতে হবে। কারণ এই পর্বেই যে মুখোমুখি দু’দল! আজ রাতেই তাই ইউরো শেষ হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা রোমেলু লুকাকুর মধ্যে যে কোন একজনের।
সেভিয়ায় দু’দলের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
আসরটা দারুণভাবে শুরু করেছে ফিফা র্যাংকিংয়ের এক নাম্বার দল বেলজিয়াম। গ্রুপপর্বের ৩ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লুকাকু-ডি ব্রুইনারা।
অন্যদিকে দারুণ দল নিয়েও গ্রুপপর্বে হতাশই করেছে পর্তুগাল। ৩ ম্যাচে ১ জয় ১ হার আর ১ ড্র নিয়ে, গ্রুপে তৃতীয় হয়ে কোনমতে রাউন্ড অব সিক্সটিনে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
তবে বিগ ম্যাচের আগে গ্রুপপর্বের হিসাব-নিকাশ আসলেই কতোটা কাজে আসবে সেটি বলা মুশকিল। কারণ ফুটবল দুনিয়ার ১ নাম্বার আর ৫ নাম্বার দল যখন মুখোমুখি হয়, তখন পরিসংখ্যান ঘেঁটে আর লাভই বা কী! সেভিয়ায় তাই দারুণ এক ম্যাচের জন্যই অপেক্ষা করতে পারেন সমর্থকরা।
কিছু তথ্য
- টানা ১২ ম্যাচে অপরাজিত রবার্তো মার্টিনেজের বেলজিয়াম।
- ১৯৮০ সালের পর থেকে ইউরোতে কোয়ার্টার ফাইনালের বেশি খেলা হয় নি বেলজিয়ানদের।
- পর্তুগালের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচের একটিতেও জিততে পারেনি বেলজিয়াম। ৩ ম্যাচে হার আর ২ ম্যাচে ড্র করেছে তারা।
- ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। এর আগে ২০০৪ সালে একবার রানার্স আপ হয় তারা। ২০০০ ও ২০১২ সালে সেমিফাইনাল খেলে পর্তুগিজরা।
- বেলজিয়ামের বিপক্ষে ২ ম্যাচে ৩ গোল ও ১টি অ্যাসিস্ট আছে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর।
- ১০৯ গোল নিয়ে যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। আজ রাতেই এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ পাবেন পর্তুগিজ তারকা।
- এখন পর্যন্ত চলমান আসরের শীর্ষ গোলদাতা রোনালদো। ৩ ম্যাচে তার গোল ৫টি।