বেলারুশে নোবেল বিজয়ীর ১০ বছরের কারাদণ্ড

Share Now..


বেলারুশের এক আদালত, দেশটির শীর্ষ মানবাধিকার আইনজীবী ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ৬০ বছর বয়সী আলেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ভিয়াসনা মানবাধিকার গ্রুপ জানিয়েছে, তাকে চোরাচালান ও অবৈধ অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিলিয়াতস্কির সমর্থকরা জানিয়েছেন, বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো কর্তৃত্ববাদী সরকার তাকে নীরব করার চেষ্টা করছে। ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর তিনজনের একজন ছিলেন বিলিয়াতস্কি।

প্রতিবেদনে বলা হয়েছে, রায়ের সময় বিলিয়াতস্কি তার দুই সহযোগী ভ্যালেন্টিন স্টেফানোভিচ ও ভ্লাদিমির ল্যাবকোভিচও সঙ্গে ছিলেন। স্টেফানোভিচকে ৯ বছরের কারাদণ্ড এবং ল্যাবকোভিচকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিয়াসনা। ১৯৯৬ সালে বিলিয়াতস্কি এটি প্রতিষ্ঠা করেছিলেন।

বেলারুশের নির্বাসিত বিরোধী দলীয় নেতা স্বেতলানা তিখানভস্কায়া বলেছেন, এই সাজা সরল ভয়ঙ্কর। এই লজ্জাজনক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের মুক্ত করতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *