বেশিরভাগ প্রেম ছিলো অভিশপ্ত: সেলেনা গোমেজ

Share Now..

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। অতীতে নিক জোনাস, ডিজে জেড, দ্য উইকেন্ড এবং জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই তারকা। এবার নিজের একান্ত ব্যক্তিজীবন ও প্রেমের সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা অভিমত জানিয়েছেন সেলেনা গোমেজ।

সম্প্রতি ভোগ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই তারকা বলেন, আমার ধারণা, যতো সম্পর্কে জড়িয়েছি, সেগুলোর বেশিরভাগই ছিল অভিশপ্ত। সম্পর্কে থাকা অবস্থায় আমার বয়স এতোই কম ছিলো যে, কিছু ব্যাপার ঠিকঠাক সামলে ওঠতে পারিনি।
এর মধ্যে, ২০১০ সালে পরিচয়ের পর থেকে সেলেনা-বিবার একে অপরের প্রেমে পড়ে যান এবং টানা ৮ বছর তাদের সম্পর্কে বারবার ভাঙন ও জোড়া লাগা চলতে থাকে। অবশেষে ২০১৮ সালে মডেল হেইলি ব্যাল্ডউইনকে বিয়ে করে সেলেনাকে ‘চিরস্থায়ীভাবে’ ছেড়ে যান বিবার।এখন ‘সিঙ্গেল’ নাকি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন, ভোগ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সে ব্যাপারে সেলেনা মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *