বৈদেশিক সাহায্য বন্ধ থাকায় মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান

Share Now..


তালেবানরা কাবুল দখলের পরই বন্ধ হয়েছে আফগানিস্তানমুখী বৈদেশিক সাহায্যের স্রোত। দেশটিতে প্রায় দুই হাজার ক্লিনিক দাতার অর্থায়নে পরিচালিত হয়। এখন অর্থের অভাবে এগুলো বন্ধের সম্মুখীন। অন্যান্য স্বাস্থ্যসেবাও বন্ধের হুমকিতে আছে। এসব জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আফগানিস্তানে বিশ্বব্যাংক পরিচালিত ক্লিনিকের ৯০ শতাংশই বন্ধ হয়ে গেছে। করোনা আইসোলেশন বেডের সামান্য অংশ চালু আছে। কাবুল ইমার্জেন্সি হাসপাতালের ডাক্তার ও নার্সরা বলছেন, তাদের আইসিইউতে গুরুতর রোগীদের ওষুধ, মৌলিক এবং জরুরী প্রয়োজনীয় দ্রব্য ফুরিয়ে যাচ্ছে।

এক ডাক্তার জানান, হাসপাতালে ওষুধ, ড্রিপ, ইনজেকশন এমনকি সোয়াবও শেষ হচ্ছে। আমরা আগামী দিনে রোগীদের চিকিৎসা করতে পারব না। হাসপাতালে ভর্তি রোগীদের কোন ওষুধ ছাড়াই ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *