বৈরী আবহাওয়ার কবলে দক্ষিণ এশিয়া

Share Now..

দক্ষিণ এশিয়া জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এরই মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলে হিট স্ট্রোকে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। জলবায়ু পরিবর্তনের কারণে গত মাসে ভয়াবহ তাপমাত্রা দেখেছে এশিয়া। 

আন্তর্জাতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ভারতে গ্রীষ্ম মৌসুমে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যায় মে মাসে। কিন্তু এ বছর স্বাভাবিকের চাইতে বেশি তাপপ্রবাহ দেখা যাচ্ছে। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে—রাজস্থানে প্রচণ্ড গরমের কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাজস্থানের বারমের শহরে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অন্তত ২৬ জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ চলছে।  চলতি মাসের শেষ পর্যন্ত দেশটিতে এমন পরিস্থিতি থাকতে পারে বলেও জানানো হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের অন্তত দুইটি শহরে গতকাল শুক্রবার তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। 

এদিকে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। রবিবার এটি উপকূলে আঘাত হানতে পারে। তাছাড়া ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ভারী বৃষ্টিতে চলতি সপ্তাহে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। সেখানে আরো ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *