বোকা ছাড়ছেন তেভেজ
ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। তবে পুরোপুরি ভাবে ফুটবলকে বিদায় জানাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করেননি এই ফরোয়ার্ড।
৩৭ বছর বয়সী তেভেজ ক্লাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমার রক্ত লাল নয়, বরং নীলও হলুদ। পরিবারের সঙ্গে আপাতত কিছুদিন সময় কাটানোর জন্যই প্রিয় ক্লাবকে বিদায় জানাতে হচ্ছে। আর্জেন্টিনার হয়ে আমার ক্যারিয়ারের এখানে সমাপ্তি হলো। আমি সবসময়ই বলেছি একটিমাত্র ক্লাবেই আমি খেলতে চাই সেটা হলো বোকা, এতে কোনো সন্দেহ নেই।
সংবাদ সম্মেলনে কথাগুলো বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন তেভেজ। এ সময় তিনি বলেন, বোকা আমাকে আমার সর্বোচ্চটা দিতে বলেছিল। কিন্তু মানসিক ভাবে আমি আর সেই পর্যায়ে নেই। এমনকি বাবার মৃত্যুর পরেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারিনি, আমাকে আবারো খেলায় ফিরতে হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের সাবেক এই ফরোয়ার্ড গত ফেব্রুয়ারিতে করোনায় আক্রান্ত ৫৮ বছর বয়সী বাবা সেগুনডো তেভেজকে হারিয়েছেন।
SportMob – Carlos Tevez devastated by his father’s health problems
আর্জেন্টিনার বাইরে নতুন কোনো ক্লাবের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তেভেজ জানিয়েছেন এখনো তিনি জানেননা পরবর্তীতে কি করবেন। তেভেজ বলেন, এমন মুহূর্ত আসুক তা আমি কখনোই চাইনি। কিন্তু আমাকে বলতেই হচ্ছে আমি আর এই ক্লাবের সঙ্গে নেই। যদিও আমি পাকাপাকিভাবে এই জার্সিটিকে বিদায় জানাচ্ছি না, খুব শিগগিরই আমি আবারো এখানে আসবো। আমি সবসময়ই এই ক্লাবের সঙ্গে আছি। শুধুমাত্র খেলোয়াড় হিসেবে আজ চলে যাচ্ছি।
বোকা সভাপতি জর্জ আমেল বলেছেন, আমরা তাকে খেলা চালিয়ে যাবার অনুরোধ জানিয়েছিলাম। আমাদের জন্য সে কখনোই চলে যাবার নয়, আমরা তাকে যেতে দিতে পারিনা।