ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ হাথুরুসিংহে 

Share Now..

পাঁচ দিনের একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ লড়াই করতে পারেনি এক দিনও। মাঝে বৃষ্টি ও ভেজা আউটফিল্ড আড়াই দিনের বেশি কেড়ে নিয়েছে। বাকী প্রায় আড়াই দিনে ম্যাচটিকে ড্র পর্যন্ত টেনে নিতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চেন্নাই টেস্টের পরে গতকাল কানপুর টেস্টেও হার দেখেছে বাংলাদেশ। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ধবলধোলাইয়ের শিকার হয়েছে। 

ভারতের মাটিতে সাদা পোশাকে এমন লজ্জার মূলে ছিলেন ব্যাটাররা। ব্যাট হাতে সবাই যেভাবে ব্যর্থ হয়েছেন তাতে বোলারদের পক্ষে তেমন কিছুই করার ছিল না। বিষয়টিকে আলাদা করে না দেখলেও দলীয় পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘পরাজয় সত্যিই আমাদের কষ্ট দিচ্ছে। আমাদের পারফরম্যান্স ভালো হয়নি। যেভাবে খেলে তারা হেরেছে, এমন পরাজয় এর আগে দেখা যায়নি। এটার পূর্ণ অবদান রোহিত ও তার দলের। তারা যেভাবে খেলেছে তাতে ম্যাচটি নিজেদের করে নিয়েছে। আমরা হেরেছি, এটা আমাদের জন্য কষ্টের।’ ব্যাটারদের নিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, ‘এই সিরিজে ব্যাটিং হতাশাজনক হয়েছে। এর আগের সিরিজে কেউ কেউ অবদান রেখেছিলেন। তবে সবমিলিয়ে বিগত কয়েকটি সিরিজ ধরেই আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী ব্যাটিং করতে পারছি না। এই সিরিজে খারাপ করার অন্যতম কারণ হচ্ছে প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ইতিবাচকভাবে নিয়েছি সবকিছু।’ 

ভারতের বিপক্ষে খেলা নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা দল। আমরা এখানে তাদের বিপক্ষে খেলতে এসেছি। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতে এসে খেলাটা কঠিন অ্যাসাইনমেন্টের একটা। সুতরাং আমরা জানি আমাদের কতটা উন্নতি করতে হবে।’  হাথুরু আরও বলেছেন, ‘আমাদের যা করার ছিল সেটি করার জন্য আমরা বেশি সময় পাইনি। যেভাবে খেলতে হতো, পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো, সেটি আমরা করতে পারিনি। এখানে আলাদা সারফেস ছিল। এসব কারণের পাশাপাশি প্রতিপক্ষের বোলাররাও বেশ ভালো ছিল।’ 

এই সিরিজে বাংলাদেশ যতটুকু লড়াই করতে পেরেছে তার পেছনে বোলারদের অবদান বেশি। তবে সেটি আলাদা করে দেখতে চান না এই শ্রীলঙ্কান। তিনি বলেছেন, ‘বোলার এবং ব্যাটার সবাই আমাদের খেলোয়াড়। সুতরাং তাদের মধ্যে তুলনা করা উচিত হবে না। যখন কন্ডিশন আমাদের সহায়তা করে তখন আমরা ভালো বল করি, বিশেষ করে পেসাররা। আর এই খেলায় কন্ডিশন ভিন্ন ছিল। অবশ্যই ভারতের বিপক্ষে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে এবং কীভাবে আমরা দ্রুত এগুলো কাটিয়ে উঠতে পারি, সেটি নিয়েও ভাবতে হবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *