ব্যাটার-বোলাররা ছন্দে, ভালো কিছুর প্রত্যাশা নাহিদার

Share Now..

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সমানে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল। সোমবার অনুশীলন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ জেতার প্রত্যাশা ব্যক্ত করেন সহ- অধিনায়ক নাহিদা আক্তার।

নাহিদা বলেন, ‘আমাদের ব্যাটাররা খুব ভালো ছন্দে আছে, বোলাররাও ছন্দে আছে। আশা করছি মেইন ম্যাচে কাজে লাগাতে পারব। অবশ্যই ভালো কিছুর প্রত্যাশা করছি আমরা চেষ্টা করব ম্যাচ জেতার জন্য, আমরা জেতার জন্যই যাবো।’ এর আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপেও জয় তুলে নিতে চান টাইগ্রেসরা।

বিশ্বকাপ নিয়ে নাহিদা বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। খেলোয়াড়দের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটি নিয়ে কাজ করছি। দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে, অনুশীলন রয়েছে। সবমিলিয়ে মূল ম্যাচে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’ এবারের নারী বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন হয়ে সেটি আরব আমিরাতে চলে গেছে। ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে না পেরে কিছুটা আক্ষেপ রয়েছে নাহিদার, ‘আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা তো আশা করেছিলাম আমাদের দেশেই বিশ্বকাপটা যেন হয় এটা সব খেলোয়াড়েরাই চায়। আপনারা অবশ্যই চান এটা আমাদের দেশে হোক। এখন যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, চলে গেছে। আমরা চেষ্টা করব…এর আগে আবু ধাবিতে আমরা ম্যাচ খেলেছি। আমি যতটুকু জানি ওখানকার উইকেট একই রকম হয়। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’

নারী দলের সফলতা অনেকটাই নির্ভর করে ব্যাটারদের ওপরে। কিন্তু ঘুরেফিরে সেই জায়গাতেই ব্যর্থ হন তারা। এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশের ভরাডুবি হয়েছিল। এই বিষয়ে নাহিদা বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে দেখেছি ব্যাটাররা খুব ভালো অবস্থানে রয়েছে। তারা রান পাচ্ছে। ব্যাটাররা রান পেয়েছে বলেই আমরা ভালোভাবে বলও করতে পেরেছি। এশিয়া কাপের পরে শ্রীলঙ্কায় যেভাবে ব্যাটাররা খেলেছে, তাতে বিশ্বকাপে কাজে লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *