ব্যাটিংয়ে প্রস্তুতিটা ভালোই হলো টাইগারদের
জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচের ১ম দিনে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল। দিনশেষে ২ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।
জিম্বাবুয়েতে পা রাখার পর মাত্র ২ দিন অনুশীলন করার সুযোগ পান সাকিব-তামিমরা। আজ খেলতে নেমেছেন প্রস্তুতি ম্যাচ। মূল লড়াইয়ে নামার আগে নিজেদেরকে একবার পরখ করে নেয়ার চেষ্টা মুমিনুল বাহিনীর।
ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় ইনজুরিতে পড়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। তারা অনুশীলন করলেও ম্যাচ খেলতে নামেন নি।
দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ছাড়া খেলতে নামলেও, প্রস্তুতি ম্যাচের ১ম দিনে ব্যাটিং অনুশীলনটা ভালোই হলো অন্য ব্যাটসম্যানদের। ১ম দিনে মাত্র ২টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ৩০ বল খেলেও কোনো রান সংগ্রহ করতে পারেন নি। এছাড়া অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন ২৯ রান করে।
দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত বেশ সাবলীল ব্যাট করেছেন। ৩ জনই করেছেন ফিফটি। তবে আউট হন নি কেউই। ফিফটি হাঁকিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন তারা। সুযোগ করে দিয়েছেন অন্যদেরকে ব্যাট করার।
৬৫ রান করে উঠে গেছেন সাইফ হাসান। শান্ত খেলে গেছেন ৫২ রানের ইনিংস। শুরুতে কিছুটা ধীরেসুস্থে খেললেও, পরে হাত খুলে ব্যাট চালান সাকিব আল হাসান। ফিফটি করার পর ১ ওভারেই তিনি নেন ১৬ রান। এরপরই উঠে যান তিনি। মাঠ ছাড়ার আগে তার নামের পাশে যোগ হয় ৭৪ রান। খেলেছেন মাত্র ৫৬ বল।
এরপর কিছুক্ষণ ব্যাট চালিয়ে উঠে যান লিটন দাসও। তিনি করেন ৩৭ রান।
দিনশেষে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। রিয়াদের সংগ্রহ ৪০ আর মিরাজের সংগ্রহ ৫ রান।
কাল দ্রুতই ইনিংস ঘোষণা করে নিজেদের বোলারদেরকেও পরখ করে নিতে চাইবে টাইগাররা।