ব্যাটিং চাই না, দল জিতলেই খুশি: সাইফুদ্দিন
Share Now..
জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় পায় টাইগাররা। তাই অনেক মেইন ব্যাটাররা ব্যাটিং পাননি। তবে দল বড় জয় পেয়েছে এতেই খুশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাইফুদ্দিন বলেন, ‘আমাদের মেইন ব্যাটাররাও অনেকে আজকে সুযোগ পায়নি। আমি তো লোয়ার অর্ডার, অনেক দেরি। সম্ভবত ৮-৯ এ ব্যাট করতাম। আমি চাই না আসলে ব্যাটিংটা পাই। কারণ দল জিতলেই আমি খুশি।
তিনি আরও বলেন, ‘যদি দলের জয়ে অবদান রাখতে পারি যদি সুযোগ আসে ওইটা চেষ্টা করব। অনুশীলনে চেষ্টা করব ব্যাটিং নিয়ে কাজ করার। বিশ্বকাপের মত জায়গায় যদি সুযোগ আসে চেষ্টা করব ব্যাট হাতে অবদান রাখার।’