ব্যাটিং ব্যর্থতায় ১৬৪ রানে শেষ বাংলাদেশ
Share Now..
আরও একবার ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইন। ব্যাটারদের ব্যর্থতায় জ্যামাইকা টেস্টে বড় পুঁজি পায়নি সফরকারীরা। প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
প্রথম দিনে ভেজা আউটফিল্ডের কারণে দুই সেশন বল মাঠে গড়ানি। খেলা হয় মাত্র এক সেশন। ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম ৫০ ও শাহদাত হোসেন দিপু ১২ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ থেকে ৯৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২, লিটন দাস ১, জাকের আলি ১ ও সাদমান ৬৪ রান করে আউট হন।
এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। তবে শেষ পর্যন্ত ৭১ ওভার ৪ বলে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৭৫ বলে ৩৬ রান করেন মিরাজ।