ব্রাক্ষণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধের মৃ*ত্যু, পরিবারের দাবি হ*ত্যা

Share Now..


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজারা মারধর করায় বিষপানে শাহজাহান মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। বৃহষ্পতিবার ( ১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, উপজেলার কেনা গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাতিজা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আউশ মিয়া, গিয়াস মিয়া ও সুজন মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিরোধ মেটাতে আমিন এনে জমি মাপামাপির সময় কথা কাটাকাটির একপর্যায়ে শাহজাহান মিয়াকে তার ভাতিজারা মারধর করে। অভিমানে শাহজাহান মিয়া বিষপান করলে স্থানীয়রা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রীর দাবি, প্রতিপক্ষের লোকজন মারধর করে বিষ খেয়ে হত্যা করেছে তার স্বামীকে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *