ব্রাজিলের দায়িত্ব নিয়ে যা বললেন দরিভাল
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর অস্থায়ী কোচ দিয়ে কাজ চালাচ্ছিল ব্রাজিল। অবশেষে স্থায়ীভাবে কোচ নিয়োগ দিয়েছে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব পেয়েছেন দরিভাল জুনিয়র। বুধবার (১০ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে দরিভালের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন দরিভাল। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই ডাক উপেক্ষা করতে পারবেন না। নিজের জাতীয় দল, দেশ ও সমর্থকদের পক্ষে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোটা সম্মানের এবং স্বপ্ন পূরণের মতো ব্যাপার। একটা সুন্দর গল্পের সূচনা হোক।’
তবে ঠিক কত দিনের জন্য দায়িত্ব পেয়েছেন দরিভাল তা অবশ্য জানায়নি সিবিএফ। তবে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর মতে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ পেয়েছেন নতুন কোচ। তার দায়িত্ব পাওয়ার মধ্যে দিয়ে ১৩ মাস পর স্থায়ীভাবে কোচ পেল ব্রাজিল। কিছুদিন আগে ছাঁটাই করা অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।