‘ব্রাজিল-আর্জেন্টিনা’ ফাইনাল দেখবেন যেভাবে
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পর্দায় নামতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। করোনার প্রকোপের মাঝেও সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে স্বাগতিক দেশ ব্রাজিল। আগামীকাল রবিবার (১০ জুন) সকাল ৬টায় শিরোপা লড়াইয়ে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামবে ১৪ বারের শিরোপাজয়ী আলবিসেলেস্তারা।
কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দলদুটির লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো। জমজমাট প্রতিযোগিতা হবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের মধ্যেও। দীর্ঘদিন দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন বার্সেলোনার জার্সিতে। নেইমার দল পরিবর্তন করলেও মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সাক্ষী হতে চলেছে রিও ডি জেনেরিওর মারকানা স্টেডিয়াম।
হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, টেন ২ ও টেন ৩। অনলাইনে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের সনি সিক্স চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।
Wow, amazing weblog structure! How lengthy have you been blogging for?
you make blogging glance easy. The whole glance of your web site is excellent, let alone the content!
You can see similar here sklep internetowy