ব্রিটনের প্রধানমন্ত্রীর স্ত্রী: কে এই ধনকুবের অক্ষতা মূর্তি?
একঝাঁক রেকর্ড গড়ে ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। দেশটিতে এই প্রথমবারের মতো কোনো অশ্বেতাঙ্গ এবং অভিবাসী পরিবারের সন্তান ব্রিটেনের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা এবং একইসঙ্গে প্রধানমন্ত্রী হলেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহ্যাম প্রাসাদে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সুনাককে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
এই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আলোচনার কেন্দ্রে আছেন ৪২ বছর বয়সী সুনাক। তবে শুধু সুনাক একা নন, সংবাদমাধ্যমগুলোর এখন বারবার শিরোনামে আসছেন সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষতা মূর্তি ভারতের বিল গেটস খ্যাত ধকুবের নারায়ণ মূর্তির মেয়ে। ব্রিটেনে বসবাস করলেও এখনো ভারতীয় নাগরিক।
১৯৮০ সালে ভারতের কর্নাটকের হুব্বালিতে অক্ষতার জন্ম। বেঙ্গালুরুর স্কুলে পড়াশোনা করেন। এরপর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ পড়ার সময় সুনাকের সঙ্গে পরিচয়। পরবর্তীতে তা প্রণয়ে রুপ নেয়, শেষমেশ ঠেকে পরিণয়ে।
২০০৯ সালের আগস্টে ভারতে তাদের বিয়ে হয়। তাদের বিয়েতে রাজনীতিক, শিল্পপতি, তারকাসহ হাজারখানেক অতিথি ছিলেন। এই দম্পতির আনুশকা ও কৃষ্ণা নামে দুই মেয়ে রয়েছে।
বিবিসি বলছে, অক্ষতা কয়েক বিলিয়নের উত্তরাধিকারী অক্ষতা মূর্তি। তবে ব্রিটেনে তার ‘নন-ডোমিসাইল’ স্ট্যাটাসের জন্য বছরের শুরুর দিকে বেশ আলোচনায় এসেছিলেন। ব্রিটেনের তিনি স্থায়ী বাসিন্দা না হওয়ায় দেশটির বাইরে থেকে অর্জিত কোনো আয় বা সম্পদের ওপর কর দিতে হতো না তাকে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে অবশ্য যুক্তরাজ্যের বাইরে উপার্জিত আয়ের ওপরে কর দিতে সম্মত হয়েছিলেন অক্ষিতা ।
মূর্তি তার প্রথম কর্মজীবন শুরু করেছিলেন ২০১১ সালে। ক্যালিফোর্নিয়ায় নিজের ফ্যাশন হাউজ ‘অক্ষতা ডিজাইন’ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেন এই যাত্রা। তবে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতেই ধাক্কা খান অক্ষতা। তিন বছরের মধ্যেই অক্ষতার এই ব্যবসা ধসে যায়।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola