ব্রিটেনে মুখোমুখি বৈঠকে জনসন-সুনাক
ব্রিটেনে কনজারভেটিভ দলের দুই প্রতিদ্বন্দ্বী বরিস জনসন ও ঋষি সুনাক শনিবার মুখোমুখি বৈঠক করেছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া-টুডে।বিবিসি ও সানডে টাইমস এর খবরে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে উভয়ই শরিক হচ্ছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও কারো পক্ষ থেকেই আসেনি।
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। তবে নেতৃত্বের দৌড়ে জনসনের চেয়ে সুনাক এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস সম্প্রতি পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন।
ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola