ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি স্টার প্রকল্পের ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ প্রকল্পবর্ষে ২য় ফেজের লার্নার প্যারেন্টস ওরিয়েন্টেশন

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ব্র্যাক এলাকা অফিসের প্রশিক্ষণ কক্ষে ২০২৪- ২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ফেজের কর্মসূচি শুরুর প্রাক্কালে লার্নার ও প্যারেন্টসদের অংশগ্রহণে লার্নার প্যারেন্টস বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে লার্নার এবং প্যারেন্টসদের রোল প্লে কি হবে? কাজটি কিভাবে শিখবে? লার্নারদের কি কি সুযোগ-সুবিধা রয়েছে? এছাড়াও প্রতিবন্ধী, জেন্ডার ও সেফ গার্ডিং ইস্যু যেটি উক্ত প্রশিক্ষণ কার্যে অন্তর্ভুক্ত করা আছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক, শিপ্রা বিশ্বাস, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডিস্ট্রিক্ট ম্যানেজার সোবহান শেখ, শাখা ব্যবস্থাপক মাইক্রো ফাইনান্স মোহাম্মদ ইনামুল হক, শাখা ব্যবস্থাপক বর্গা চাষী উন্নয়ন প্রকল্প আইরিন পারভীন, কর্মসূচি সংগঠক মুকুল আলম, পিয়ার লিডার রিমা খাতুন, টেকনিক্যাল ট্রেইনার আজিমুল ইসলাম প্রমুখ।

2 thoughts on “ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি স্টার প্রকল্পের ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ প্রকল্পবর্ষে ২য় ফেজের লার্নার প্যারেন্টস ওরিয়েন্টেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *