ভাইয়ের জমি আত্মসাৎ করতে জাল দলিল করা সেই শিক্ষক কারাগারে

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আত্মসাৎ করতে ভূয়া দলিল করায় এক শিক্ষককে পুলিশে দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা। সোমবার (২২ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা দিয়ে ঝিনাইদহের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। গ্রেফতারকৃত মোকাদ্দেস আলী উপজেলার হরিণাকুন্ডু সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক এবং ফলসী গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। হরিণাকুন্ডু উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরূপমা রায় জানান, রোববার সকালে রাজস্ব আদালতে ৩৩৪ [দ্ধ১১১ ] ২০২৩২৪ নম্বর মিস কেসের শুনানি চলাকালীন মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে বাদী মোকাদ্দেস আলী ৪৬ নম্বর ফলসি মৌজার ১৩৫২/২০০০ নম্বর দলিল দাখিল করেন। দলিলটি ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার কর্তৃক ১৩৫২/২০০০ নম্বর দলিলের সার্টিফাইড কপির সঙ্গে দাতা, গ্রহিতা ও জমির তফসিলের মিল ছিল না। ফলে শুনানি চলাকালে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি তার দাখিল করা দলিলটি ভূয়া বলে স্বীকার করেন। এসিল্যান্ড আরও জানান, ভাইদের ঠকিয়ে জমি আত্মসাৎ করার জন্যই তিনি জালিয়াতির আশ্রয় নেন। দলিলটি সম্পন্ন করতে তিনি দলিল লেখক আব্দুল খালেকের সহযোগিতা নেন বলেও স্বীকার করেন। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে আসামি মোকাদ্দেসকে কোটের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *