ভাঙা নাক নিয়ে অনুশীলনে এমবাপ্পে
মাঠ এবং মাঠের বাহিরে দুর্দান্ত সময় পার করছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্বদেশী ক্লাব পিএসজি ছেড়ে নাম লিখিয়েছেন নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। যার কারণে ফুরফুরা মেজাজ নিয়ে ইউরো আয়োজক দেশ জার্মানি পা রাখেন এমবাপ্পে। লক্ষ্য ছিল দলকে ইউরো জয়ের স্বাদ দেওয়া। বলেছিলেন, জাতীয় দলের জার্সি গায়ে ইউরো ট্রফি জিততে চান এই বিশ্বকাপ জয়ী তারকা। তবে প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন এই ফরাসি তারকা। যার কারণে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যদিও গতকাল অনুশীলন করেন তিনি। তবে তার নাকে ছিল ব্যান্ডেজ।
গেল পরশু রাতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। সে ম্যাচে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন ড্যানসোর কাঁধের সঙ্গে মুখ ধাক্কা লাগে এমবাপ্পের। তখন এই ফরাসি তারকার নাক দিয়ে বের হতে থাকে রক্ত। এরপর মাঠ থেকে তাকে নেওয়া হয় হাসপাতালে। এক্স-রে করে দেখা যান এই ফরাসি তারকার নাক ভেঙে যায়। করতে হবে অস্ত্রোপচার।
অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচের আজ রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই ম্যাচে মাঠে নামার আগে গেল পরশু সংবাদ সম্মেলনে আসেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। দলের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়ের ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘তার ইনজুরিটা কতটুকু গভীর, সেটা জানার জন্য আরও কিছু পরীক্ষা করা হবে। এটি আমাদের জন্য অনেক বড় ধাক্কা। আমাদের চিকিত্সকরা প্রয়োজনীয় সবকিছু করছেন।’
এছাড়াও এবমাপ্পের বর্তমান অবস্থা নিয়ে কোচ বলেন, ‘যদিও এখন তার অস্ত্রোপচার করা না হয়, তবে টুর্নামেন্টের পর সেটি করতে হবে। আজ সকালে সে আগের থেকে কিছুটা সুস্থ ছিল। আমরা তাকে আরও দেখব। তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল অনুশীলনে দেখা যায় এমবাপ্পেকে। যদিও তার নাকে ছিল ব্যান্ডেজ। যার কারণে ভক্তরাও আশায় বুক বাঁধছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে এই তারকা ফরোয়ার্ডকে। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি দল থেকে।