ভাঙ্গন আতঙ্ক কাটছে না উপকূল অঞ্চলে

Share Now..

\ কায়রা প্রতিনিধি \
দেশের দক্ষিণ জনপদ খুলনা জেলার কয়রা উপজেলার উপক‚লীয় এলাকার ভাঙ্গন আতঙ্ক কোনো ভাবে কাটছে না জেনো। ভাঙ্গন বন্ধ করার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীতে সিমেন্ট, পাথরের খোয়া, বালু দিয়ে তৈরী বøগ নদী ভাঙ্গনে ফেলে ভাঙ্গন বন্ধ করার চেষ্টা করলেও ভাঙ্গন বন্ধ করা যাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ আসলে নির্ঘুম রাত কাটাতে হয় উপক‚লবাসীর। বলছি লাম তেমনি এক জনপদ কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাব বুনিয়া গ্রামের কথা। সরজমিনে ১১ নভেম্বর দুপুরে গিয়ে দেখা যায় বেড়িবাঁধে ফাটল ধরেছে যে কোনো সময় ভেঙে যেতে পারে। স্থানীয় কয়েক জন বাসিন্দা বলেন বিভিন্ন সময় ভাঙ্গন বন্ধ করার জন্য নানান পদক্ষেপ নিলেও ভাঙ্গন বন্ধ হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস আসলে আমাদের আতংকে থাকতে হয় এই বুঝি বেড়িবাঁধ ভেঙে গেলো। আমাদের দাবি একটি টেকসই সমাধান করা হোক। বিষয় টা নিয়ে কথা হয় অত্র ওয়ার্ডের ইউপি সদস্য গনেষ চন্দ্র মন্ডল এর সাথে তিনি ভাঙ্গন বন্ধ করার জন্য আমরা ইতি মধ্যে নিয়েছি বিভিন্ কার্যক্রম টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও পাথরের বøগ ফেলে ভাঙ্গন বন্ধ করা। বিষয় টা নিয়ে আরও কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করে ছিলাম পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা অঞ্চলের কর্মকর্তা দের সাথে কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

One thought on “ভাঙ্গন আতঙ্ক কাটছে না উপকূল অঞ্চলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *