ভাতিজারা পিটিয়ে মারলো বৃদ্ধ চাচাকে

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
জমি নিয়ে বিরোধের জের ধরে আওলাদ হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা। সোমবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের মাঠে কাজ করার সময় তার ভাতিজারা কোদালের আচাড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। আওলাদ হোসেন ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। নিহতের ভাইরা ভাই মতলেবুর রহমান জানান, ১০ কাঠা জমি নিয়ে নিহতের বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী, শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সাথে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সদর থানা ও বাজারগোপালপু পুলিশ ক্যাম্প সালিশ-বৈঠকও হয়েছে। তবুও তারা কোন শালিস বৈঠক মানেনি। সোমবার বিকালে আওলাদ যখন মাঠে কাজ করছিলেন, তখন তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদালের আচাড়ি দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত হওয়ার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমি ঘটনা স্থলেই আছি। হত্যাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

One thought on “ভাতিজারা পিটিয়ে মারলো বৃদ্ধ চাচাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *