ভাবনার কাছে ক্ষমা চাইলেন যুবক

Share Now..

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গত মা দিবসে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন। সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা ও তার মাকে নিয়ে। ভাবনার সেই পোস্টে বাজে মন্তব্যকারীদের একজন নাসিব রাহাত। এবার নিজের কর্মের জন্য অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন এই যুবক। শনিবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় ভাবনার কাছে ক্ষমা চান তিনি। ভিডিওর ক্যাপশনে ওই যুবক লেখেন, ‘আমার অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।’ সবাইকে সালাম জানিয়ে ভিডিওতে ওই যুবক বলেন, ‘আমি মো. নাসিব রাহাত। মা দিবসে আশনা হাবিব ভাবনা তার মা-বোনকে নিয়ে একটি ভিডিও আপলোড করে ফেসবুকে। সেখানে আমি আশনা হাবিব ভাবনার পরিহিত ড্রেস নিয়ে অশালীন মন্তব্য করি। যা করা আমার মোটেও উচিত হয়নি। এটি একটি সাইবার ক্রাইম অপরাধ। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং থেকে বিরত থাকবেন।’ এ ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভাবনা। ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন বিভাগকে ধন্যবাদ দিতে ওই যুবকের ক্ষমা চাওয়ার ভিডিওটিও নিজের ফেসবুকে শেয়ার করেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *