ভারতকে এস-৪০০ মিসাইল দিচ্ছে রাশিয়া
Share Now..
ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সরবরাহ শুরু করেছে রাশিয়া। দেশটির গণমাধ্যমের বরাতে এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এতে সূত্র হিসেবে রাশিয়ান মিলিটারি কর্পোরেশন এজেন্সির প্রধান দিমিত্রি শুগায়েভের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এস-৪০০ মিসাইল নেওয়ার কারণে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। ২০১৭ সালে রাশিয়া থেকে অন্যান্য দেশের সমরাস্ত্র কেনা আটকাতে একটি আইন করেছিল যুক্তরাষ্ট্র।
দুবাইয়ে একটি মহাকাশ বাণিজ্য প্রদর্শনীতে শুগায়েভ বলেছেন, ইতিমধ্যেই প্রথম চালানের সরবরাহ শুরু হয়েছে। এই বছরের শেষ নাগাদ এগুলো ভারতে পৌঁছাবে।