ভারতকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

Share Now..

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল বুধবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হচ্ছে, রাশিয়ার দিকে আরও স্পষ্ট কৌশলগত ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়ার পরিণতি ও খেসারত উল্লেখযোগ্য ও দীর্ঘমেয়াদি হতে পারে।’

ব্রায়ান ডিজ আরও বলেন, ‘এই আগ্রাসনের ঘটনায় চীন ও ভারত উভয়ের নেওয়া সিদ্ধান্তে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতে যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিংয়ের সরকারি সফরের পর এ সতর্কতা জানালো হোয়াইট হাউস।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এর পর এখন পর্যন্ত ভারত ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতেও অস্বীকার করেছে ভারত। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশ এ নিষেধাজ্ঞার মিছিলে শামিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *