ভারতকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়
Share Now..
এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ ওয়ানে রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত ফাইনালে ভারতের রিধি ও সালেঙ্কে জুটিকে হারিয়েছেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার।
থাইল্যান্ডের ফুকেটে ৫-৩ সেট পয়েন্টে জয় পেয়েছে তারা। অবশ্য তারা শুরুতে পিছিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ান এবং জিতে নেন এই টুর্নামেন্টে দেশের হয়ে প্রথম পদক।
আজ আরও দুটি পদক আসবে বাংলাদেশের। রিকার্ভ নারী এককের ফাইনালে উঠেছেন নাসরিন আক্তার ও দিয়া সিদ্দিকী। দু’জনই বাংলাদেশি। ফলে এই ইভেন্টের সোনা-রুপা দুটোই বাংলাদেশে আসবে।