ভারতীয় কিশোরকে অপরহণ করেছে চীনা সেনা: বিজেপি এমপি
Share Now..
ভারতের অরুনাচল বিধানসভার সদস্য বিজেপি নেতা তাপির রাও দাবি করেছেন, ভারতীয় এক কিশোরকে অপহরণ করেছে চীনা সেনাবাহিনী। তাকে ভারতের অভ্যন্তর থেকে উঠয়ে নিয়ে গেছে তারা।
তাপির রাও বলেন, অপরহরণকৃত ওই কিশোরের নাম এসএইচ মিরাম তারুন নামে। তার বয়স ১৭। গত মঙ্গলবার টিসাংপো নদীর কাছ তাকে অপরহরণ করে চীনা সেনারা। স্থানটি ভারতের অভ্যন্তরে।
তিনি আরও বলেন, মিরাম তারুনকে অপহরণের সময় তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। যার কারণে তাদের ধরতে পারেনি চীনা সেনারা। ইতোমধ্যে এই বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।