ভারতীয় সংবাদমাধ্যমে সাকিবের ‘পুষ্পা’ সেলিব্রেশন

Share Now..

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এর জ্বরে কাপছে ভারতসহ পুরো উপমহাদেশ। এর রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ক্রিকেট তারকাদের মাঝেও। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) পুষ্পা সিনেমায় নায়ক আল্লু অর্জুনের বিভিন্ন অভিব্যক্তির প্রদর্শন দেখা যাচ্ছে।

না, আল্লু অর্জুন বিপিএল খেলতে আসেননি। প্রতিপক্ষ ব্যাটারের উইকেট পাবার পর বোলাররা আল্লু অর্জুনের বিভিন্ন অভিব্যক্তি দিয়ে উদযাপন করছেন। যার শুরুটা করেন সিলেট সানরাইজার্সের স্পিনার নাজমুল অপু। এরপর তা করেছেন ফরচুন বরিশালের সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো।

এবার সাকিব, ব্রাভোদের এমন সেলিব্রেশন জায়গা পেয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে। এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, ‘দেখুন: বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান ‌‘পুষ্পা’ থেকে আল্লু অর্জুনের অভিব্যক্তি কপি করেছেন, টুইস্ট সহ’।

ডিএনএ শিরোনাম করেছে, ডোয়াইন ব্রাভোর পরে, ‘সাকিব আল হাসান আল্লু অর্জুনের ‘পুষ্পা’ মুভ পুনরায় করেছেন, তবে টুইস্ট সহ – ভিডিও দেখুন’। দ্য প্রি প্রেস জার্নাল লিখেছে, ভিডিও দেখুন: সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় আল্লু অর্জুনের ‘পুষ্পা’ অঙ্গভঙ্গি পুনরায় করেছেন’।

কলকাতা ভিত্তিক নিউজ১৮ এর শিরোনাম, ‘মাঠে ‘পুষ্পা’ স্টাইলে সেলিব্রেশন সাকিবের ! ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।’

এছাড়া এই খবর প্রকাশ করেছে ইনসাইড স্পোর্টস, দক্ষিণ ভারতের সংবাদমাধ্যম সাক্ষি ডটকম, এশিয়ানেট নিউজ তেলেগু সহ বিভিন্ন গণমাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *