ভারতের ‘চাওয়ায়’ সেমিফাইনালে পিচ বদল, যা বললো আইসিসি  

Share Now..

চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক ভারতের বিপক্ষে পিচ পাল্টানোর অভিযোগ উঠেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে দাবি করে, আইসিসির অনুমতি না নিয়েই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সেমিফাইনাল ম্যাচের পিচ পরিবর্তন করেছে। ফাইনালে উঠলেও ভারত একই কাজ করতে পারে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আয়োজক বোর্ড ও ক্রিকেট দলের চাওয়া অনুসারে পিচ বদলে ফেলার ঘটনায় আইসিসির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি জানায়, পূর্বনির্ধারিত পিচ বাদ দিয়ে ভিন্ন পিচে খেলা নতুন কিছু নয়। এই ব্যাপারটিকে অস্বাভাবিক বলতেও নারাজ আইসিসি। 

আইসিসির মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘লম্বা সময়ের বড় কোনো টুর্নামেন্টের শেষ দিকে পরিকল্পিত পিচের বদল ঘটানো স্বাভাবিক ব্যাপার। এ রকম ঘটনা এরই মধ্যে কয়েকবার ঘটেছেও।’ 

1,530 thoughts on “ভারতের ‘চাওয়ায়’ সেমিফাইনালে পিচ বদল, যা বললো আইসিসি  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *