ভারতের প্রশংসায় রাশিয়া

Share Now..

দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দেশ দুইটির মধ্যে সম্পর্ক জোরদার করতেই রাশিয়ার পক্ষ থেকে এই সফর বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন ল্যাভরভ। এর আগে তিনি এক বিবৃতি প্রকাশ করেছেন। ল্যাভরভ বলেন, ইউক্রেনের যুদ্ধে ভারতের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রশংসা করি ভারত এই পরিস্থিতিকে সম্পূর্ণ বাস্তবতার মধ্যে নিচ্ছে এবং শুধুমাত্র একতরফা উপায়ে নয়।’

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এ নিয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো নিন্দা বা কড়া বার্তা জানানো হয়নি।
এদিকে আজ শুক্রবার (১ এপ্রিল) ভারত সফর করছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও। ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান কতোটুকু গুরুত্বপূর্ণ তা এই দুই দেশের নেতার সফরই বুঝিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *