ভারতের বিরুদ্ধে ‘টস জালিয়াতির’ অভিযোগ করায় বিব্রত আকরাম-মালিকরা

Share Now..

চলমান বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপ এক যুগ পর ফাইনালে উঠেছে ভারত। ম্যাচের আগে ভারতের বিপক্ষে পিচ পাল্টানোর অভিযোগ তুলেছিল বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। ম্যাচের পর ভারতের বিরুদ্ধে টস জালিয়াতি করার অভিযোগ তুলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। তবে তার এই অভিযোগে বিব্রত হয়েছেন দেশটির কয়েকজন সাবেক অধিনায়ক।

পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপারের স্পোর্টস শোতে সিকান্দার বখত বলেছিলেন, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রা একটু দূরে নিক্ষেপ করে, সেটি প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে চলে যায়। নিজের পছন্দ অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’

তার এমন মন্তব্যে বেশ বিব্রত হয়েছেন মঈন খান, ওয়াসিম আকরাম ও শোয়েব মালিক। পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টসে’র বিশ্বকাপ আয়োজন ‘প্যাভিলিয়ন’- তার এমন মন্তব্য প্রসঙ্গে আকরাম বলেন, ‘কয়েন নিক্ষেপের পর কোন জায়গায় পড়বে, এটা কে নির্ধারণ করে? এই বিষয়ে আমি বিব্রতবোধ করছি। এমনকি এ বিষয়ে কোনো মন্তব্যও করতে চাচ্ছি না।’

অলরাউন্ডার শোয়েব মালিক এ বিষয়ে কোন শব্দ খরচ না করে বলেন, ‘এটা নিয়ে কোনো আলোচনাই করা উচিত নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *