ভারতে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

Share Now..

ভারতে একদিনে করোনাভাইরাস শনাক্ত এক লাখ ১২ হাজারের বেশি, যা গত ৩রা এপ্রিলের পর সর্বনিম্ন। এখন পর্যন্ত শনাক্ত ২ কোটি ৮৯ লাখের বেশি। আগের তুলনায় দেশটিতে মৃত্যুও কমেছে। একদিনে প্রাণ গেছে ২ হাজার ৪শ ৪৫ জনের, যা গত ২২শে এপ্রিলের পর সর্বনিম্ন। মোট মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ৪০ শতাংশ বেশি সংক্রমণশীল। ১৩২ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার পর এমন তথ্য দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। যুক্তরাজ্যে আগামী সপ্তাহ থেকে ৩০ বছরের কমবয়সীদের টিকার আওতায় আনা হবে। অন্যদিকে ব্রাজিলে গত সপ্তাহের তুলনায় কমেছে সংক্রমণ ও মৃত্যু। একদিনে মৃত্যু হয়েছে ৮৭৩ জনের ও শনাক্ত ৩৯ হাজার ৬৩৭। গত সপ্তাহে প্রতিদিন ১৮শ’র বেশি মৃত্যু হয় ব্রাজিলে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *