ভারতে পাচারকালে ২০ পিচ স্বর্ণের বারসহ আটক ২

Share Now..


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০ পিচ স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (৪ মে) রাত ১১ টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি’র খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাজীরবেড় গ্রামে অবস্থান নেয় বিজিবি’র একটি টহল দল। রাত ১১ টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের জিরো লাইনের দিয়ে যাওয়ার সময় একই উপজেলার জিন্নানগর গ্রামের সাদির আলি মন্ডলের ছেলে আছানুর রহমান (৪৮) ও চয়েন মন্ডলের ছেলে নবিছদ্দি মন্ডলকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ২০ পিচ স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দু’কেজি ৩৩১ গ্রাম। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।

2 thoughts on “ভারতে পাচারকালে ২০ পিচ স্বর্ণের বারসহ আটক ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *