ভারতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন, নিহত ৪ 

Share Now..

ভারতের রাজস্থানের জয়পুরে শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রল পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাংকার ছিল। সেখানে একটি ট্রাক হুট করে ধাক্কা দেয়। এতে পেট্রল পাম্পে আগুন লাগে এবং আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  ভুক্তভোগীদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পেট্রল পাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পেট্রল পাম্পের উপর। কয়েক কিলোমিটার দূর থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছে। 

আগুনে বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, রাসায়নিক ভর্তি ট্রাকটি অন্যান্য গাড়িতে ধাক্কা দিলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।  স্টেশন হাউজ অফিসার মনিষ গুপ্ত বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, বিভিন্ন ট্রাকে আগুন ধরেছে। তবে ঠিক কতটি ট্রাকে এই আগুন ছড়িয়ে পড়েছে- তা এখন পর্যন্ত স্পষ্ট না। আগুনে দগ্ধ হওয়া কিছু লোককে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। 

আহতদের দেখতে হাসপাতালে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *