ভারতে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু

Share Now..


ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যটির বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় অনেকে ভর্তি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এবং স্থানীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির দুই গ্রামে বিষাক্ত মদপানে এই মৃত্যুর ঘটনা ঘটে। ২০১৬ সালের পর থেকে সেখানে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। তবে এরপরও মদ বিক্রি ও পান চলছে বলে অভিযোগ।

রিপোর্ট, বিহারের রাজধানী পাটনার সরন জেলায় গত মঙ্গলবার মদপানের পর ভুক্তভোগীরা বমি করতে শুরু করেন। এরপরেই অবস্থা বেগতিক হয়েছে তাদের।

দেশটির স্থানীয় মিডিয়া বলছে, অনেকে হাসপাতালে যাওয়া পথে মারা যান এবং অন্যরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির সিনিয়র এক কর্মকর্তা সন্তোষ কুমার বলেন, বিষাক্ত মদপানে চিকিৎসাধীন অবস্থায় অনেকে অন্ধ হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, ওই এলাকায় মদের দোকানের ওপর অভিযান চালানো হয়েছে। সন্তোষ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা এখন পর্যন্ত ডজন খানেক মদব্যবসায়ীকে গ্রেফতার করেছি এবং বেশ কয়েকজনকে আটক করেছি।

One thought on “ভারতে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *