ভারতে সেতু থেকে বাস পড়ে নিহত বেড়ে ২২
Share Now..
ভারতে সেতু থেকে বাস পড়ে গিয়ে নিহত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ২০-২৫ জন আহত হয়েছে । আজ মঙ্গলবার মধ্যপ্রদেশের খারগোনে এই দুর্ঘটনা হয় বলে জানায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। খবর এনডিটিভি।
মিশ্রা আরও জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে।
Enjoy endless entertainment with our top-rated online games! Lucky Cola
Your skills, your strategy—become the ultimate champion! Lucky Cola
The ultimate gaming adventure awaits—are you in? Lucky Cola