ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Share Now..

ভারতের গুজরাটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে যাওয়ার পর হেলিকপ্টারটিতে থাকা তিন ক্রু সদস্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

রোববার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ‘এএলএইচ ধ্রুব’ মডেলের হেলিকপ্টারটি একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় বলে ফুটেজে দেখা গেছে। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় একটি রুটিন ফ্লাইটে ছিল। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরে পোরবন্দরের কাছে আরব সাগরে আরেকটি ভারতীয় হেলিকপ্টার পড়ে যাওয়ার পর তিন ক্রু সদস্য নিখোঁজ হন। পরে দুই জনের লাশ উদ্ধার করা হলেও অভিযানের কমান্ডার পাইলট রাকেশ কুমার রানার খোঁজে তল্লাশি চলছে। পোরবন্দর উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে মোটর ট্যাংকারে আহত এক ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *