ভারত থেকে আসা দুই বাংলাদেশী নাগরিক আটক
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রাম থেকে হালিমা খাতুন (৪০) ও তার ছেলে আব্দুল আজিজ (২২) কে আটক করেছে বিজিবি। শনিবার রাতে পলিয়ানপুর গ্রামের জনৈক কবির শেখের মেহগনি বাগান থেকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি মহেশপুর উপজেলার জিটকেপোতা গ্রামে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করা হয়, মহেশপুরের জিটকেপোতা গ্রামের মোঃ আবু তালেব মন্ডলের স্ত্রী মোছাঃ হালিমা খাতুন ও তার ছেলে মোঃ আব্দুল আজিজ মন্ডল অবৈধ পথে ভারত তেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় রোববার সকালে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।